সংগীতাঙ্গনে ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।
এবারের ৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন- আজীবন সম্মাননায়- রুনা লায়লা, সেরা সঙ্গীতশিল্পী তাহসান খান, সেরা গীতিকার জুলফিকার রাসেল, সেরা সুরকার রাজন সাহা, সেরা সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, সেরা সমালোচক পুরস্কার (পুরুষ বদরুল হাসান খান ঝন্টু, সেরা সমালোচক পুরস্কার (নারী) আফরোজা মোমেন, সেরা প্রমিজিং শিল্পী নাদিরা মুক্তা, বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী) তানজিনা রুমা, সেরা প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।
জানা যায়, করোনা সংক্রমণের কারণে গতবারের ধারাবাহিকতায় এবারও সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত বছর বিএমজেএ আজীবন সম্মাননা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।